রোজনামচা  (05-03-2018)
রণজিৎ মাইতি
- -------------------
দিনে দিনে সবুজ হারিয়ে বাড়ছে হলুদ খয়েরি,
সারা শরীর জুড়ে ছোপ ছোপ দাগ


সাত সকালেই কা কা শুনে ঘুম ভেঙে যায়
বুঝি এক টুকরো বাসি মাংস জোগাড়ও কতটা কঠিন
আর বাসি রুটির জন্যে হাপিত্যেশ


দুঃখ বেদনার কথা থাক
আত্মিকরণের পথে আত্মাও ধাতুর শরীর
আপাত ভাবে যে মাটি নরম মনে হয়
আসলে সেখানেও বিষাক্ত পারদ জমে আছে


বরং আসুন হাতে হাত রাখি  
জলের মতো তরল হয়ে যাই
সবুজে সবুজে মিশে হরিদ্রাভ হই