সেই পথ বড়োই নিঃসঙ্গ (04-10-2019)
রণজিৎ মাইতি
-------------
এখন টক-ঝাল-মিষ্টি কথার সময়ই নয়;
যদিও বাজারের পাল্লা সেদিকের ভারি।
রগরগে,পাকা চেরীর মতো লাল টকটকে ,আদিরসাত্মক।

ইন্ধন উসকে দিলে পিলপিল করে আসে পিঁপড়ের সারি
যাদের গজিয়েছে সদ্য দুটি ডানা,জায়মান।
বলো,এখন সে ডানায় জায়গীর কার ?

হয়তো তখন শূণ্যে তুমিও উড়ছো,একা !
পা ছুঁয়ে আছে মাটি,ঘাস,ভোরের শিশির
তুমি কি ভালোবাসার ভেতর দানাশস্য খোঁজ ?
কিংবা শস্যদানার ভেতর অনন্ত সম্ভাবনা
অবশ্য আকাশও অসীম শূন্য বুকে মুগ্ধতা লিখছে
কলেবর জুড়ে তার বিশ্বাসের মৃদঙ্গ মধুর

হা হতোষ্মি,তবুও - - -
ইতিহাসে সেই পথ বড়োই নির্জন
আজও চরম ও পরম নিঃসঙ্গ !