সমগ্রের জন্ম
রণজিৎ মাইতি
-------------
মানুষটি দারুণ মিষ্টিভাষী ও ভীষণ শান্ত অমায়িক;
কিন্তু কথা বলার সময় মুখে ভরা থাকে সুগন্ধি জর্দা পান,
কথার ফাঁকে এখানে ওখানে ফেলে পিক।
তাই দেখে সবাই বলেন অসভ্য!


অসভ্য মানুষটি কথায় কথায় 'শালা' বলেন বন্ধুদের।
এটি তার একান্ত মুদ্রাদোষ,কথার লবজ।
কিন্তু সেই শালা-শালিদের কেউ অসুবিধায় পড়লে তিনিই আবার ভীষণ উদারহস্ত।
উপুড় করে দেন সম্বল খুদকুঁড়ো।
এইসব করে দাঁড়াতেই পারলো না এ জীবনে।
তাই সবাই একবাক্যে বলেন ফালতু যুধিষ্ঠির।


এইসব খণ্ড খণ্ড যুধিষ্ঠিরকে আমি চিনি।
ঠোঁটের কণায় তাম্বুলরাগ দেখে-
লোকে তাদের অসভ্য বলুক,বলুক ফালতু;
কিন্তু খণ্ডের সমবায়েই জন্ম অখণ্ডের,সমগ্র সমগ্রের।


সুতরাং,- মানুষ কেবল সমগ্র ভাবুক।
গল্পের সুচনা পাঠে সমগ্রের উপসংহার টানা যায় কি কখনো?