সময় এখন
রণজিৎ মাইতি
----------
এখন কবির ডাকে সংঘটিত হয় না কোনও মহান বিপ্লব!
এখন এমন কোনো বাউল নেই-
যার গানে সাড়া দেয় উদাস পথিক।


কিন্তু কোকিল ডাকলে--
এখনও হৃদয় উদ্বেল হয়ে ওঠে,
এখনও প্রেমিক স্পর্শে  রোমাঞ্চিত হয় দগ্ধ প্রেমিকা,
এখনও চন্দনের মিষ্টি গন্ধে পুলকিত হয় প্রকৃত গন্ধবনিক।
এখনও পলাশ-কৃষ্ণচূড়া রঙে রঙ ধরে মানুষের মনে।
এখনও নিম ফুল ও আম্রমুকুলের গন্ধে ছুটে আসে মধুপেয় কীট।
এখনও সজনে ফুলের টানে ছুটে আসে মউটুসি পাখি।


কেবল এখন কবির ডাকে সংঘটিত হয় না কোনও মহান বিপ্লব!