সমুদ্র মন্থন করে দেখো
রণজিৎ মাইতি
--------------------
এখনও মানুষের বুকে কিছু কিছু ভালোবাসা অবশিষ্ট আছে;
এখনও মানুষের হৃদয় জুড়ে পাহাড়প্রমাণ উষ্ণতা আছে।


আমি তার প্রমাণ পেয়েছি;
সেই সব গন্ধমাদনের স্পর্শ ছুঁয়েছে আমাকে।
যারা মানুষ পশু হয়ে গেছে ভেবে অহরাত্র গালমন্দ করে...
তারাও স্পর্শ করুক আপন হৃদয়;
নুড়ি পাথরের সাথে খুঁজে পাবে শষ্যদানা আপন পাথারে।


আমি তা চিনেছি আজ জন্মদিন ঘিরে এতো এতো শুভেচ্ছা বন্যায়,
সেই উত্তাল বানভাসি ঢেউ এসে ছুঁয়েছে এই অধীনেরও অখ্যাত নিচোল।


সমুদ্র মন্থন করে দেখো দেবতার মতো;
মানুষ যতোটা গরলতীব্র,তার চেয়ে ঢের বেশি সুধাঢেউ হৃদ-মহার্ণবে।


(11-11-21)