সবাইকে ইংরেজি নববর্ষের প্রীতি,শুভেচ্ছা ও ভালোবাসা জানাই । বিদায় 2018


সন্ধিক্ষণ (31-12-2018 )
রণজিৎ মাইতি
--------------------
এখন মন প্রাণ উজাড় করে একান্তে ভাসাই উঠোন।
এই সেই সন্ধিক্ষণ আনন্দ ও বিষাদের মাঝে দাঁড়িয়ে রয়েছি
অতীত কখনও কি সত্যিই সোনালী ছিলো ?
যদিও স্মৃতি বড়ো মায়াময় কাঁদায় মানুষে,
আগামীও ঘন অন্ধকার চাদরে মোড়া পৌষের কনকনে শীতে,
কি হলো,কি হবে এই বোধ থেকে---
ঝরে অঝোরে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা,
চারপাশে সবুজ বনানী,আকাশ,বাতাস, শস্যের খেত ভেসে যায়।


এখন গভীর জলধি থেকে উঠে আসে জটিল প্রশ্ন;
কেন কাঁদে নবজাতক জন্মের সময় ?
কে দিয়েছে ব্যথা তার কচি কোমল অবোধ হৃদয়ে!
অথবা কে না-জানে নশ্বরতা অমোঘ সত্য;
তবু ঝরে বারি প্রিয়জন ছেড়ে চলে গেলে।
বিষাদের সুর আর ছায়াময় আকাশ বাতাস চারপাশে,ভয়,বড় ভয় ভয় করে।
কি পেলাম অথবা আগামীতে কি হবে সেই কথা ভেবে---
এই সন্ধিক্ষণে আমিও মন প্রাণ উজাড় করে একান্তে ভাসাই উঠোন।