সনেট 6
আজও ঘাই মারে  (20-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
এ নদীর বুকে তবু ঘাই মারে মাছ
বয়স সংখ্যা মাত্র,রোমিও অমর
জুলিয়েট জেগে থাকে,রাতও বিনিদ্র
পবিত্র প্রেমের কাছে স্বর্গ নেমে আসে
মন্দাকিনী বয়ে যায় মন্দাক্রান্তা তালে
দোদুল দোলায় দুলি,রূপমুগ্ধ হই
শিখে নিই সেই মন্ত্র,জীবনের কাছে
সবুজ অনন্তে মেশে,অনন্ত সবুজে


আশৈশব চেনা নদী,নাম কেলেঘাই
সাকিন খুবই কাছে,ছলছল জল
কলকল শব্দে বয়,করে খলখল
হারিয়ে গিয়েছি রূপে সেই কোন কালে
ভুলতে চেয়েও আজ পারিনি ভুলতে
উন্মত্ত নদীর বুকে প্রদীপ জ্বালাই