সনেট 9
নীলকন্ঠ পাখি খুঁজি(20-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
নীলকন্ঠ পাখি খুঁজি পাহাড়ে জঙ্গলে
গভীরে তলিয়ে দেখি,প্রকৃতি উদার
পাতার মর্মর ধ্বনি আমাকে মাতায়
ছায়া দিয়ে মায়া দিয়ে বশ করে রাখে
ফুল দিয়ে ফল দিয়ে ভরায় জীবন  
দমকা হাওয়া এসে টনক নড়ায়
আকাঙ্ক্ষায় নীলকণ্ঠ,সেই পাখি কই ?
কোথায় লুকিয়ে আছে কেউ কি তা জানে ?


ঠিকানা বিভ্রাট আসে প্রতিটি জীবনে
হেথা আছি হোথা আছি কোনটা সঠিক
এই আছি এই নেই লুকোচুরি খেলা
মানুষ অস্থিরমতি,নিজেই জানে না
আসলে সে নীলকন্ঠ,উড়ে চলে গেছে
এক ঠিকানা ছেড়ে সুদূরে আর এক