সংকেত (23-03-2018)
রণজিৎ মাইতি
--------------------
নিয়তির অপার দ্রাঘিম বেয়ে নেমে আসে বৃষ্টির ফোঁটা,টুপটাপ ঝরে পড়ে লবনাক্ত জল,ভেসে যায় শুষ্ক উঠোন,খটখটে মাঠ


এ মাঠে ফসল নেই,মুথা বাজা অবাঞ্ছিত খেসুরের মূল আর নির্বাক দাঁড়িয়ে আছে একা তালগাছ,রাতে একা একা ভেজে জোৎস্নার জলে,আলপথে তার ছায়া আঁকে ছায়াপথ


পূর্বাভাস ছিলো না কখনও আকাশের নীলে।মেঘ,আদ্রতা,অশনিসংকেত,ঝলমলে রোদে উড়তে দেখেছি পোষা পায়রার ঝাঁক।


তবুও---


নিয়তির অপার দ্রঘিমা বেয়ে নেমে আসে মেঘ,জলভারে নুয়ে পড়ে,কড়কড় শব্দে কেঁপে ওঠে মুখ,ভয়ার্ত মুখ আর বুক।দেখি বিদ্যুতালোকে সম্পূর্ণ সুস্পষ্ট।জীবন যে সংকেত আনে সেটাই অমোঘ।