সম্পর্ক  (17-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
এই প্রচেষ্টার কেন্দ্রস্থলে আছে নিঃসঙ্গতার ভয়
সম্পর্কের নাগরদোলায় ঘুরতে ঘুরতে গাঁথি বিনি সুতোর মালা
তবুও শেষ জীবনে হাজারো দ্বিধা দ্বন্দ্ব,কিন্তু...কিন্তু।
আগামী পৃথিবীকে কে দেখাবে এক চিলতে আলোর রেখা?
এমন কোনও বিজ্ঞান কি আছে ?
মনোবিজ্ঞান এতই জটিল !
মানুষ সেখানে আজও বড় অসহায়,একা


ঠকতে ঠকতে ঢুকে যাই আর এক চক্রব্যুহে
তখন হৃদয়কে কুরে কুরে খায় গুবরে পোকার মতো চেতনার আলো
নড়ে যায় আত্মবিশ্বাসের ভিত
আপ্তবাক্যে ভরসা রেখে ঠাঁই দেই হৃদয় রাজ্যে
কে তুমি আগন্তুক ? তুমি কি সেই মনের মানুষ ?
হয়তো সেই হাসিমুখও একদিন সর্বস্বান্ত করে মানুষটিকে
সুযোগ বুঝে কেটে পড়ে সিধেল চোরের মতো


তখন রক্তাক্ত হয় আমাদের আসমান ও জমিন
বৃষ্টির উপর যে ভরসা করবো সে উপায়ও কি আছে ?
কুম্ভীরাশ্রুর ইতিহাস এখনও শপশপে
তবু আজও আশ্রয় খুঁজি চোখের জলে
যদি পাই ঝুনো ডাবের ভেতর নোনা জল ও শাঁসের হদিস