শব্দহীন শব্দের নির্ঘোষ(20-03-2019)
রণজিৎ মাইতি
------------
তবে তাই হোক;
শব্দহীন শব্দের নির্ঘোষ
সে বড়ো কঠিন কাজ
নির্বাক স্থিরচিত্র;চিত্রার্পিতের মতো
দাঁড়াই
মুখোমুখি
একা,একা একা


চোখে চোখে ফুটে ওঠে
শব্দহীন শব্দাতীত অমোঘ আদ্রতা
চকমকি পাথরের মতো ফুলকি ছড়ায় চারপাশে


এটুকুই কি দ্রোহের আগুন ?


কেবল প্রেমের গভীরে দেখি
নীরবেই দুটি মন কথা বলে যায়


                                    চুপিচুপি চুপিচুপি
গভীর প্রত্যয় তার বুকে
ভিন্ন কোনও সর্বনাম নেই,
প্রেমের অমরতীর্থে একমাত্র বিশেষণ প্রগাঢ় প্রণয়