শীর্ষবিন্দু ছুঁতে চায় হাত (29-07-2017)
রণজিৎ মাইতি
--------------------


শীর্ষবিন্দু গুলো কেন যেন দূরে থেকে যায়।
হাত বাড়াতে গিয়ে এত দূরে তাই সরে আসি।
বামুন কি পারে ছুঁতে চাঁদ ?
কক্ষপথে ঘুর্ণন,ঝরে বিন্দু বিন্দু ঘাম।
লেগে যায় ধুলো কাদা মাটি,দেহে।
নিষেকের অভ্যাস।চাষ করে চাষা।
উর্বর জমি ভরে সোনালী ফসলে ।
কামধেনু দোয়া দুধ খাই দুধে-ভাতে।
দেহে আসে মাঝে মাঝে ছাপোসা জ্বর ।
তাপমানযন্ত্রে মাপি,পারা লঘু থেকে হয় লঘুতর।
ওষুধ ছাড়াই দেহ আবারও ফিরে আসে স্বাভাবিক তাপে।
ফের ফেরে মাঠে ফসলের লোভে।
লোভে নয় জঠরের জ্বালা,পরিবার।
বীজ বোনে,আবারও কড়া পড়ে হাতে ।
একদিন সেই হাত ধরে রাখে প্রদীপের আলো,
তবে কী কারণে ছোঁবে বলো শীর্ষবিন্দু গুলো?