শিল্প  (16-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
আমি তো বারবারই তাই-ই করি
আঁচড় কাটি সাদা পাতায়,আবার ছিঁড়ে ফেলি  
সুবাস না পেলেই কিংবা যথার্থ সৌরভ
ফেলে দিই ডাস্টবিনে কুটিকুটি করে
যদিও রক্তাক্ত হয় এই বাহারি মনপলাশ


ছেঁড়া অথবা ফেলে দেওয়ার জন্যেও প্রয়োজন প্রকৃত শিল্প চেতনা
এবং অসম্ভব মনের জোর
যেমন পকেট ফতুর করে ভিখিরিকে দু-টাকা দিতেও লাগে সুনীল আকাশ  


অবশ্য সেই সময় কেউ এসে দাঁড়ায় না কাছে
রাখে না স্নেহের হাত আমার শীর্ণ কাঁধে,খসখসে পিঠে
তাই তখনও নীরব দর্শক,থাকি চুপচাপ
জানি যেকোনো ধরতাই আসলে শিল্পের বিরোধী


সুতরাং ছেঁড়াছিঁড়ি চলতেই থাকে
যদিও পাঁজর ভাঙার যন্ত্রণা স্পর্শ করে আমার অতল
প্রতিটি কোষ,কলা আর উর্বর স্নায়ু
তবু,- - - - হতে হয় কঠোর নির্দয় !!


আসলে শিল্প প্রস্ফুটিত গোলাপের মতো
কেবল সত্য শিব ও সুন্দরের কাছে মাথা নত করে
অকাতরে বিলিয়ে যায় সৌরভ সুরভি,অকৃপণ ভাবে অভাবে