শুকিয়ে যাচ্ছে বীজতলা(29-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
হায় ! শুকিয়ে যাচ্ছে বীজতলা
বৃষ্টির অভাব এতোই প্রকট
আজ ফুটিফাটা বাংলার মাঠ!


অথচ একদিন সবুজের সমারোহে দূরদূরান্ত থেকে কতো পরিযায়ী প্রাণ এসেছে এখানে;
নিয়েছে বুক ভরে বিশুদ্ধ হাওয়া,  
শাল শিমুল ঘেরা রূপসী বাংলায়,
হেতালের জারুলের নিবিড় ছায়ায়।


হায় শুকিয়ে গিয়েছে কচি সবুজ ঘাস,
বাজা মুথা খেশুর আর দূর্বার মূল,
জার্মানি লতাগুল্ম হয়েছে হলুদ,
হয়না অঙ্কুরিত পাখির দানাও।


যদিও একদিন নিয়েছে জন্ম শ্যামাঙ্গী বাংলা মায়ের পেটে রবি-নজরুল;
বিনয় বাদল দিনেশের মতো মহা মহা প্রাণ,
ডানপিটে নরেনের নিরন্ন বাংলায় কতো বীর বীরাঙ্গনা,
সিংহ বিক্রম বুকে কাঁপিয়েছে বীর বিদ্যাসাগর।
হায়,সেই বাংলা মায়ের বুক বৃষ্টির অভাবে আজ হচ্ছে পতিত!