স্রোত  (04-11-2018)
রণজিৎ মাইতি
---------------------
বারবার দেখি,এখন নিয়মে দাঁড়িয়ে গেছে !  
হাওয়ার অনুকূলে উড়ে যায় খড়কুটোর মতো ঝরা পাতাটিও,
যেমন পালতোলা নৌকোটি ভেসে যায়
জলস্রোত যেদিকে,সেদিকেই দেখি জনস্রোত।
এটাই ভবিতব্য জেনে গেছে,বুঝে গেছে----
উজানের ভাবনাটাই অলীক কল্পনা।


এখন গোধূলির রক্তিম আকাশে যতো ভয় ভয়,
ফুটো হওয়া জীর্ণ নৌকোটি কি ঘর পোড়া গরু ?
এখন স্রোতে ভয়,স্রোতে খুশি,এই স্রোতই জীবন
শুধু গালভরা কথা মুখে,আজও মরাল সাঁতার কাটে গণতন্ত্রের স্রোতে