সূচক (02-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
না তাকিয়েও বলে দিতে পারি
আজ রাতের আকাশ মেঘমুক্ত
ভরে আছে চাঁদ,তারায়
বৃষ্টির লেশমাত্র সম্ভাবনা নেই


সূচক নির্ভর জীবনে কৈফিয়তের দরকার পড়ে কি ?
মা দুধের বাটী মুখের সামনে ধরলে
বুঝে যাই আজ বাবার পকেট গরম
ভাতের থালায় মাছের মুড়োতে খেলে খুশির ঝিলিক


যখন জনতার ঢল উপচে পড়ে রাস্তায়
বুঝি গঞ্জের মাঠে সভা-সমাবেশ আছে
আমি নিশ্চিত কোনও কৃষক,দিনমজুর আলোকিত করবেন না এই সভামঞ্চ


আসলে-----
এখন যেখানে ভিড় করে বিড়াল তপস্বী
আজ মানুষের ঢল নামে সেখানেই বেশি !!!