সুখ দুঃখ (14-05-2017)
রণজিৎ মাইতি


হৃদয়ের পায়রাটা--মনের আকাশ হতে--উড়ে যায় অনন্ত আকাশে--খোঁজে সুখ--
আমি তাকে সুখপাখি--বা সুখের পায়রা
বলে ডাকি--সে পাখিটা স্হির নয়--বড়ই আনমনা--চরকা কাটা বুড়িটার সাথে--
তার বড় ভাব


আমি তাকে ভুলে যাই--তাই খুঁজি বারবার --
ধরা দিয়ে--আবারও অধরা চাঁদের মতো--
অনেক অনেক দূরে--সরে সরে যায়--শুধু
চাই--সুখের পায়রা হয়ে--সুখেই থাকুক


হাতে আছে পোড়া দাগ--নানা ক্রিম ঘষি--
তবুও সে থেকে যায়--জড়ুলের মতো--পরম বান্ধব যেন--অপমান অনাদর--বা অনেক গভীরে থাকা বেদনারা--যন্ত্রনায় বিদ্ধ করে--ভুলে যেতে চাই--ছাড়েনা সে--মই বেয়ে মনের উপরে এসে--করে দাপাদাপি


বারবার চাই--সেও যাক উড়ে --ভবঘুরে কাকেদের মতো--দূর বহু দূরে--যায়না সে--
আমরণ কাছে কাছে থাকে--যেন সে আজন্ম চেনা--বড়কুটুমের মতো