সুখের খোঁজে(20-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
সুখের খোঁজে অসুখের পিছনে ছুটেছি
নতুন জীবানু চিনেছি
শান্তির আশায় অশান্তি নিয়ে পড়েছি
চেয়েছি যা যা সবকিছুই কি পেয়েছি ?

আকাশে যেটুকু জমেছিল মেঘ কেটেছে
জেনেছে যেমন অসুখ বিসুখ
চিনছে তেমনই জীবানু কীটানু
শান্তি মিছিলে নেইকো আকাশ
চেয়েছে যা যা পেয়েছে


সুখ কি পারতো দূরে চলে যেতে ?
শান্তি পারতো অশান্তি বাঁধাতে ?
ঢেউয়ের উপর ঢেউ এসে পড়ে
ছুঁয়ে যায় বেলাভূমি
পাখি আকাশের গায়ে ডানা দিয়ে আঁকে
নানা রঙে আল্পনা ।