শূন্য (10-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
শূন্যের মধ্যেই অসীমের সম্ভাবনা খুঁজি,
তুমি সাফল্যের গন্ধ বয়ে আন ইতিহাস ঘেঁটে।
যদিও শূণ্য তার নিজের জায়গায় শূন্যই থাকে।


আসলে চেতনা এতোটাই মৌলিক---
স্বপ্নের ডানায় ভর করে উড়ে যেতে পারে গ্রহান্তরে,যায়ও।
আবার মুখ থুবড়ে পড়ে যেতেও দেখেছি মাটির বুকে,  
মাটি স্নেহ দিয়ে,ভালোবাসা দিয়ে লালন করে ছাপোষা জীবন।
জনপ্রিয় সিরিয়ালের চরিত্রের মতো---
ঝগড়া,কুটকচালিতে দিব্বি বেঁচে বর্তে থাকে।


সাফল্যের গোড়ায় ফিরে গেলে---  
নিজস্ব অবয়ব নিয়ে হাজির হয় আবারও শূন্যতা।
বেরিয়ে পড়ে আস্ত কঙ্কাল,কোঠোরাগত চোখ !
আর বুকের গভীরে লুকিয়ে আছে হতাশা,বেদনা, যন্ত্রণার সুপ্ত বীজ।
একদিকে বিন্দু,অন্যদিকে বিন্দুতে সিন্ধু সন্ধান !