সুষুপ্তি(28-08-2019)
রণজিৎ মাইতি
-------------
ফুসফুস পুড়ে গেলে এই শরীরের আর কি কিছু অবশিষ্ট থাকে পোড়ার?
অভিধানে 'প্রতীক্ষা' শব্দটি তখন 'আত্মঘাতী মৃত্যুর সূচক'  


উফঃ ! তীব্র যন্ত্রণায় ছটফট করলেও---
ঘরের কথা না ভেবে আজও হাত বাড়াচ্ছি উঠোনের দিকে।


এখন উঠোন মানে 'চাঁদ';তার মাটি
আঁঠালো আঁঠালো,চটচটে,আশ্চর্য ধুসর
কখনও 'মঙ্গলে' মঙ্গল আকাঙ্ক্ষায়


অবশ্য তেমন মানুষও নেই যিনি সামনে থেকে বললেন,---
"তোর চৈতন্য হোক"
তাই ঘোর লাগা চোখে পরম সুখে দিই গভীর সুষুপ্তি