স্বভাব  (08-03-2019)
রণজিৎ মাইতি
---------------------
আজও রয়ে গেলে জলের মতো
তুমি তরল;সহজ ও সরল
সমুদ্র নীল নয় বরং সম্পূর্ণ সফেদ
আজও অমলিন;যেনো দুধ সাদা


কেউ কি পেরেছে---
স্পর্ধার অতলে ডুবে নীল ঢেলে দিতে
অথবা লাল বা অন্য কোনও রঙ


বৃথা সে উদ্দাম নৃত্য
মহাকাল একমাত্র;আজও স্বহস্তে স্বত্ব  
ভূ-ভারতে কেউই পারেনি ছিনিয়ে নিতে নীলকণ্ঠ নাম ,মদন বিজয়ী
যোগীন্দ্র তিনি,তিনিই ধূর্জটি
অর্ধনারীশ্বর রূপেও অশোভন নন


পৌনঃপুনিকতার দ্বন্দ্বে ধন্দে পড়ে যাই
এই আবর্তন নিবর্তন কি ফেলে না কোনও ছাপ ?
শুনি স্থবিরতা মৃত্যুর সমান
বাস্তবও ধ্বনি ভোটে জয়ী হয় অমোঘ নিয়মে
কোন শক্তি বা জাদু বলে এখানেই ঘটে ব্যতিক্রম ?
আসলে নারী বদলাতে পারে পারে না জননী