স্বভাবকবি(09-08-2020)
রণজিৎ মাইতি
-------------
'মা' ভী-ষ-ণ কবিতা ভালোবাসতেন;
নিছক প্রেম নয়,সকালে ঘুম থেকে উঠে মনের সুখে লিখতেন 'সুন্দর'!
ঝাড়ু হাতে ঘরের অন্ধিসন্ধি থেকে উঠোন নিকানো সব একা হাতে সামলাতেন।
তাঁর নিজস্ব লিখনশৈলীর গুণে সদরের এক চিলতে বাগানটিও হয়ে ওঠেছিলো জীবন্ত কবিতা।
শ্রমক্লান্ত মুখে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে কারুর কাছে কখনও কোনও অভিযোগ অনুযোগ করতে শুনিনি।
আসলে কবিতা যাঁর হয়,তাঁরই হয়।স্বতঃস্ফূর্ত,সে আনন্দের কাছে ধরা দেয়।


অবশ্য পরে বুঝেছি শুধু আমার মা-ই নয়,প্রতিটি বাড়ির প্রতিটি মা----
আসলে পুরো মাতৃজাতটাই স্বভাবকবি;
যাদের নিপুণ হাতে সুন্দরের আরাধনায় পবিত্র হয়ে ওঠে গৃহমন্দির!


পিতৃজাতটি যে কবি হওয়ার কখনও চেষ্টা করেনি তা নয়;
স্বয়ং জাতীরপিতা একবার ঝাড়ু হাতে নেমে পড়েছিলেন রাস্তায়!
কতোটা কবি হওয়ার তাড়নায়,কতোটা লোক দেখানো তা আজও বুঝতে পারিনি।


আজও কেউ কেউ সাড়ম্বরে নেমে পড়েন ময়দানে,
খোলা আকাশের নিচে ঘোলা জলে মাছ ধরতে ধরতে পোজ দেন ক্যামেরার সামনে।
হায় ভোট বড়ো বালাই,উফঃ সুরা-নারী-সিংহাসন !


তাই কবি হয়ে ওঠা তাদের আজও হয়নি
যেখানে হৃদয় ও সুন্দরে আশমান জীবন ফারাক
কিংবা যারা নিজেদের পাকা-কাঁচা গোঁফ-দাঁড়িটাই সেভ করতে ভুলে যান
তাদের দ্বারা কোনও কালে কবি হওয়া সম্ভবও নয়!