স্বতন্ত্র আকাশে আঁকি((18-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
কুসুম চয়ন করিনি কখনও  
তবে আহরণ করেছি মধু,সৌরভ সুরভি  


যেভাবে হেয় অর্থাৎ অবজ্ঞা মাড়িয়ে যাই অবলীলায়
সেভাবেই গন্ধবনিক সেজে করি গন্ধবিচার
অহি-নকুল সম্পর্কের ভেতর মিথও জাগ্রত  


অক্টোপাশ হতে পারিনি কখনও
তবে চেখে দেখেছি সুস্বাদু কালিয়া


এখন কি হবে বিষাদ লিখে
বরং নিরঞ্জনের আগে-পরে লাল কার্পেটে রাখি পা
এগিয়ে চলুক এই দরুদ গমন


অহঙ্কারের সূচক হয়না,তা ক্রমবর্ধমান
তাই কায়ক্লেশে পেরিয়ে যাই চক্রাকার পাকদণ্ডি পথ
ঘন কুয়াশা,বৃষ্টি ও পাইনের বন পেরিয়ে
স্বতন্ত্র আকাশে আঁকি সবচেয়ে উজ্জ্বল তারকা।
যার আছে নিজস্ব সুবাস,রূপ রস রঙ