তরঙ্গ ও আলো(11-11-21)
রণজিৎ মাইতি
---------------------
তরঙ্গ আলো হয়ে গেলে তরঙ্গের কোনো শোক থাকেনা;
তার কাছে জন্ম-মৃত্যু দুই-ই সমান উজ্জ্বল।


তরঙ্গ আলো হয়ে গেলে সে হয় উদ্বেগ অতীত;
সার্চলাইটের চড়া আলোও কি পারে তাকে বিভ্রান্ত করতে?
বরং স্থিরকল্প মনু লেখে আধুনিক আলোক সংহিতা।


যদিও সব তরঙ্গ আলো নয়,সব আলোও নয় ধর্মাশোক;
কিছু কিছু শব্দকে আশ্রয় করে রচে যায় আজীবন বাচাল আকাশ।


বলো,রবিবাবু কোন দলে? কিংবা বাগ্মী বিবেক
সঙ্গত প্রশ্ন থাক আমি তুমি কে?