তারপরও কথা থাকে (30-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
তারপরও কথা থাকে,-----


কথা অসুরের,চাঁদার জুলুম দিয়ে শুরু,
দাদাসুরের দাপুটে আলাপ,
বাড়ি হবে ?মাল নাও,
ইট, বালি, সিমেন্ট সব।


বিনয়ের অবতার।
বিনয়ে না হলে আছে সিন্ডিকেট,দাদা আছে,দিদি আছে,আছে রাজশক্তি,আর--?


আছে কথা,আছে ব্যঙ্গমা ব্যঙ্গমী
হা রে রে তেড়ে আসে,পিনালকোড্ ?
নেতার পকেটে,করে রেপ প্রকাশ্য সভায়।


এদের নিয়ন্ত্রণ কার হাতে,
কোন দেবী করে নিয়ন্ত্রণ,জানো ?
বিজয়ায় ভাসানের ভয়ে,----
ভীত দেবী,নির্বাক নিছক।