টিক্ টিক্ টিক্  (14-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
টিক্ টিক্ করে এগিয়ে যায় দেওয়াল ঘড়ির কাঁটা
এভাবেই দিন মাস বছর
উঠোনে বেড়ে ওঠা এই সেদিনের কচি সবুজ লাউ গাছটাও হলদে হয়ে আসে
পড়ন্ত বিকেলের রক্তিম আলো পৃথিবীতে দিয়ে যায় অমোঘ নির্দেশ


অবশ্য সার্বজনীন প্রশ্নে হই অবাক
মাছি তাড়ানোর ভঙ্গিতে কেউ কি উড়িয়ে দিতে পারবে কথাটি ?
বরং দেখি ইঞ্চিতে ইঞ্চিতে গজিয়ে উঠেছে নতুন সবুজ মুথাঘাস  
দরমার দরজা ও শাশ্বত শব্দটি কি সমার্থক
ঘরের দুঃসহ গুমোট ও ভুখা শিশুটির কান্না মিশে যায় চৈতালি হাওয়ায়  


উফঃ ! অনুরণন বড়ো সাংঘাতিক  
শৃঙ্খলার চরম নিদর্শনও আসলে প্যারেডের মাঠ
তাই বাস্তিল দূর্গের গল্প এড়িয়ে বরং শোনায় কৃষ্ণের মোহনবাঁশি
কখন লণ্ডভণ্ড করে দেবে কালবৈশাখী ঝড়


জাড্যতা যেমন গতির কথা বলে তেমনই স্থিতির
টেনে টেনে কতোটাইবা দীর্ঘ করবেন এই জীবনরবার
তাই মদিরা স্বরূপ বর্ষবরণের এই গভীর ফিকির