তোমার কথা
রণজিৎ মাইতি
-------------
এতোদিন যে কথা লিখেছি;
সাদাপাতা ভরিয়েছি মুগ্ধ বিষ্ময়ে,
সে কথা তোমার কথা,তোমার বিষ্ময়।


এই যে ব্যথাদিঘি সেঁচে সেঁচে রাশি রাশি মুক্তো কুড়িয়েছি;
দিনশেষে লিখে গেছি বিপন্নতার কথা,
যন্ত্রণাবিদ্ধ মানুষের দুঃসহ যন্ত্রণার কথা,
সে কথা কি লিখতে পারে সাধারণ কেউ?
তুমি ছাড়া তোমার কথা কে লিখতে পারে!


তুমি কবি,ভালোবাসা দিয়ে আঁকো নশ্বর দুঃখপাহাড়;
পুত প্রেমে পুজা করো অহঃর্নিশি তাঁকে।
আমি তো নিমিত্ত মাত্র,নৈবেদ্যের ডালা হাতে তোমাকেই লিখি।


মানুষের কথা নেই,
মানুষের মৌলিক কথা থাকতে পারেনা;
চরাচর জুড়ে যতো কথা লেখা হয়-
সেকথা তোমার কথা,তোমার বিষ্ময়।
সে নিরণ্নকে অন্ন দান,কিংবা তৃষাতুরে জল।