তৃতীয় নয়ন
রণজিৎ মাইতি
-------------------
মনে হয় এবারই খুলে যাবে আমাদের তৃতীয় নয়ন
যাহাকে ভেবেছি বন্ধু এতোদিন
মিত্র ভেবে জড়িয়ে ধরেছি বুকে
এখন সে আমার বন্ধু নয়
সে আমার মিত্র নয়,প্রাণসখা নয়
পড়শী ভেবে যাহাকে টেনেছি বুকে একদিন
এখন সে আমায় শত্রু ঠাউরেছ
আমার উৎকর্ষতা দেখে জ্বলছে সুতীব্র হিংসার আগুনে
কালের বিবর্তনে যদি সে সামনে এসে হানে অস্ত্র
তাকে তুমি মিথ্যা ভেবোনা
সত্যের পূজায় সত্যকে চিনে নিতে হয়
তার জন্যে তৃতীয় নয়ন আছে
আছে শানিত মগজ
সকল যুদ্ধের শেষে শান্তি আসেনা
কুরুক্ষেত্রের শেষেও কি এসেছিলো স্বর্গীয় শান্তি ?