তুলে আনি প্রাচীন প্রবাল (20-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
বুকের গভীর থেকে তুলে আনি প্রাচীন প্রবাল
ভাব প্রকাশেরও আগে সেখানেও কিছু ব্যথাজীব ছিলো
আনন্দ,আগুনও কাছাকাছি ছিলো
বরফ কি ছিলো না সেখানে ?
শান্তিরও তাত থাকে
ক্ষমার আকাশ,ঘন নীলে সফেদ মিশেছে


স্নেহ ছিলো সে কোরালে,ভালোবাসার বিশুদ্ধ আকাশ
দুর্ভেদ্য প্রবাল প্রাচীর গড়ে----
বলো,এখন কি বাধা দেবে তুমি ?


রিপুর তাড়না কি সাংঘাতিক রূপ নেয়,জানি।
মানুষের যতো ভয় অই ফতুরের মেঘে;
তবুও গুপ্ত কক্ষে দিব্যি বেঁচে থাকে সোহাগি আদর
এখানে কেউ কি আছেন জল কেটে দুই ভাগ করার স্পর্ধা দেখাবে ?