তুমিই শিখিয়েছো(13-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
এমন নয় যে স্পর্শ পেলেই আমি জেগে উঠবো
বরং তলিয়ে যাই আরও আরও গভীরে
আসলে স্বপ্ন ও ঘুমের দেশ একাকার


কিভাবে যেন চিনে গেছি জীবন-মৃত্যুর সীমারেখা
হাঁটতে গিয়ে কতবার খেয়েছি হোঁচট,তবু----
নাছোড় শব্দটি মানুষের রক্তে মিশে গেছে


উত্তরণ কি কেবলই জীবনের কথা বলে ?
মৃত্যুর জন্যেও তা ভীষণ দরকারি
ভয়কে জয় করার অদম্য সাহস


অবশ্য তুমিই শিখিয়েছো----
কিভাবে প্রয়োগ করতে হয় মৃতসঞ্জীবনী !