উপত্যকা পেরিয়ে যাই (29-07-2017)
রণজিৎ মাইতি
--------------------
উপত্যকা পেরিয়ে যাই প্রতি পদক্ষেপে  ।
দেখি চড়াইয়ের পথে--  
মাঝে মাঝে ঢাকা পড়ে যায় রবিমুখ ।
তবুও থামি না কখনও ।
সৌন্দর্য পিয়াসী মন স্বপ্নে বিভোল ।
নেশার ঘোরে খোঁজে উদগ্র বাসনা ।
নৈসর্গিক শোভা হাতছানি দেয় নিরন্তর ।
তাই চলে যাই বহুদূরে,মরণপন বাজি।
এইভাবে কত মৃত্যু কামড় দিয়েছে দেহে।
লেখচিত্র আঁকা আছে ফসিলের দেহে ।
গণিতজ্ঞ মগ্ন আজ গবেষণাগারে ,
কার দেহ,কেন পার হয়ে যায় উপত্যকা?
বিশ্লেষক বিশ্লেষণ করে স্নায়ুকোষ।
কোন মুদ্রাদোষে ঘটে, না এ নক্ষত্রের দোষ !


কে যেন বসে আছে অটল চূড়ায়।
যোগীন্দ্র যোগে মগ্ন তুষার সমাধি।
দ্রব নয় রবির কিরণে।শান্ত ,ধীর।
উপত্যকা পেরিয়ে সেখানেই স্হানু হয়ে গেছে ।