উষ্ণতা
রণজিৎ মাইতি
--------------------
উষ্ণতা পরিমাপ করি উষ্ণতা দিয়ে;
কথাটি যেকোনও মানবিক সম্পর্কের ক্ষেত্রে যেমন সত্য তেমনই বস্তুতে বস্তুতে...


ছ্যঁকা খাওয়ার ভয়ে যারা হাত গুটিয়ে বসে থাকেন
তারা হয়তো জানেনই না ক্লোরোফিল রহস্য,
উত্তাপ পরিমাপের ক্ষুদ্রতম ও বৃহত্তম একক আদতে কি ?
অথচ সম্পর্কের তলানিটুকু নিয়েই তারা তৃপ্ত!


অবশ্য যারা গন্ধ ও পুষ্পে নিবেদিত প্রাণ
একমাত্র তারাই জানেন...ফুল ফোটাতে হলে হিংসা কিংবা দ্বেষ নয়,ছড়াতে হয় খাঁটি উত্তাপ...
সহনীয় ওয়েভলেন্থ।


রোদ্দুরের দিকে তাকিয়ে দেখো...
কিভাবে নিরবচ্ছিন্ন ছড়িয়ে দিচ্ছে রোদ্দুর, ভালোবাসা নামক উষ্ণতা।


(09-11-21)