ভেজাল  (16-03-2018)
রণজিৎ মাইতি
--------------------
উফঃ ! কি বিরক্তিকর একই কাহন
সকাল,দুপুর থেকে রাত
একই দাওয়াই,অবিরাম সেই ফুলঝুরি


নিচে নেমে এলে স্নিগ্ধ চাঁদের শরীর
লেগে যায় ধুলো মাটি কাদা
তবে কেন হৃদয়ের কথা----
প্রকাশ্য রাস্তায়,বিবস্ত্র হয়ে যায় নারী


বহিরঙ্গ থাক,অন্তঃরঙ্গে এখনও ফিনকি
ফিসফিস করে বলে রক্তের কথা,লাল,গাঢ় লাল সিঁদুর যেমন
আমরণ ধুকপুক ধুকপুক করে,লাব আর ডাব


আসলে ভেজালেই ভনিতা প্রকট