বিশল্যকরণী
রণজিৎ মাইতি
- -------------------
শোভা বর্ধক পাতাবাহারের চেয়ে বেশি ঋণী থাকি
অনাদরে বেড়ে ওঠা তুলসি পাতায়।
খুক্ খুক্ কাশি হলে দু-ফোঁটা মধুর সাথে উপশম দেয়,
যেমন ক্ষুধামান্দ্যে কালমেঘ।


হয়তো বা রূপ নেই, কৌলীন্যহীন
তবু যেটুকু কদর আর জামাই আদর ওই গুণে।


যাহাকে হীরের টুকরো বলে আপামর।
যার কোনও গুণ নেই পলাশের মতো
সূর্যের আলোয় যেমন আলোকিত চাঁদ
বাবা নাকি হীরে ছিলো, তার টুকরো ছেলে আজ হিরো হতে চায় !
যে পাখিটি আজীবন অশ্বডিম্ব পেড়ে যায় আপন কুলায়।
তেমন পাখির কি কোনও প্রয়োজন আছে ?
চাঁদ, চাঁদপানা মুখ আর পলাশের বন।


বরং আমরা ঋণী থাকি অনাদরে বেড়ে ওঠা তুলসি পাতায়, কালমেঘ গাছে।
সময়ের ছোঁয়া পেলে এই গাছই হয়ে যাবে বিশল্যকরণী৷
(24-02-2018)