অভিসন্ধি মজবুত করতে, ভেড়ার বাচ্চাগুলো যেভাবে ঝাঁপাতে পারে
ঠিক সেভাবে মানানসই ছিলাম না


কেননা দাগি মাথাগুলো যখন অন্যের অধিকার পথ আটকে রাখে
তখন আমি মার্গো সাবানের কান্না শুনি


ইদানিং বুক পকেটে পেন গুজতেও ভয় পাচ্ছে কেউ কেউ
কারণ চাকরি বেচার অপরাধে জাল হয়েছে স্বকীয়তা


উল্টো দিকে মেরুকরণের দামামা
যেখানে ধর্ম কথাটাই মন ভাঙছে সবচেয়ে বেশি


আমি সাদার পক্ষে ছিলাম বলে
অন্য রংগুলোর অবস্থান ঠিকঠাক লক্ষ্য করছিলাম
দেখলাম - দুর্নীতির সাম্বানাচে , ছেঁড়া গেঞ্জির ভবিষ্যৎ


তবুও প্রতিবাদগুলো রক্তাল্পতায় ভুগছে দেখে
একটা কাঁটাচামচ প্রচন্ড ডাকছে


সেখানেও এক মিথ্যাবাদীর বিরুদ্ধে সংযম হারাচ্ছি


অতএব কেঁপে ওঠার আগে বন্দুকের বাঁট যেভাবে দেয়াল খোঁজে
ঠিক সেভাবেই পিছিয়ে যাচ্ছি ক্রমাগত