# হাওয়া ঘুরছে #
                                   -রণজিৎ পাণ্ডে
--------------------------------------
     ঘুম ভেঙে দেখি, শূন্যের উপরে  শুয়ে  আছি।
উবু হয়ে দেখলাম, নীচের দিকে  মুখ আর মুখোশের  মহামিছিল।


কী হল রে বাবা!
     শরীরটা কেমন যেন ভারি ভারি লাগছে।


ভালোভাবে লক্ষ্য  করলাম  , অদ্ভুত এক প্রানী বনে গেছি,
সামনেটা বাঘ-ভাল্লুক আর পিছনটা মুরগি-খরগোসের সংকর।
   লিকলিকে পা ও দুর্বল পাখনার সাহায্যে কোনোভাবেই  শুয়ে উঠতে পারছি না ।


তলপেট চুলকাতে গিয়ে  দেখলাম,
মাফিয়াদের বুলডোজারে গুঁড়িয়ে যাচ্ছে  জন-জীবন।


     উল্টোদিকে চেনা দুটো মুখ, পতাকার সাথে খেলছে অবিরত 
   ঠিক তার পাশেই তাক করা  হাওয়া ঘোরানো স্বপ্ন কল।


   এমন সময় একটা উড়ন্তপাখি আমার কানে কানে বলল-
স্বাধীন ভাবে বাঁচতে হলে পূর্বের ঘুমে ফিরে যাও ভাই,


যেখানে খাবার ও শিক্ষা ঠিকঠাক জোটে না , সে স্থান মুক্ত  করা খুব জরুরি। 
-------------------------------------------