ইশারা
-----------------------------
সারা শরীরে ব্যথা জড়িয়ে পড়ে রয়েছি


পেটে তরল পদার্থ বেশি পড়লে
        হালকা নীল রঙটা আমার বেশ ভালো  লাগে


কিন্তু আজ বাঁচার দিশা খুঁজতে গিয়ে
কান কাটা মন্ত্রীর জন্ম তারিখটা উজ্জ্বল হচ্ছে মগজে
এবং সেন্টিমেন্টকে  বন্ধক রাখলে
আদর্শ মনে হচ্ছে  কাটা হাত খগেনের হাত


উল্টো দিকে সংস্কৃতির ভাঙা কার্নিসে মশলা লাগানোর জন্যও কাউকে খুঁজে চলেছি


আর এক প্যাক মারতেই
নীল রঙের পাখিটা আমার  বিছানায় এসে বসল


  এবার আমি নিজের শরীর নিয়ে কী করব যখন বুঝে উঠতে পারছি না
   দেখলাম -
ধুসর আকাশের দিকে উঁচিয়ে থাকা একটি গাছ
      ইশারায় মাথা নাড়ছে অবিরত
--------‐----------------------
রণজিৎ পাণ্ডে