পতাকার পাদদেশে
গাইতেই পারি জাতীয় সঙ্গীত
তবে বাধ্য নই সংবিধান অনুচ্ছেদে
গলা না মেলালেও দোষী সাব্যস্ত নই


সহিষ্ণুতার উপদেশ রেয়াজ করি আপ্রাণ
ভ্রষ্ট ধর্মাচরণের স্বাধীনতা ভাঁজে
মৌলিক অধিকার ।


কেলেঙ্কারী নেতার ট্যাটু
অথচ নির্ধারিত প্রতীকি আচরণ
পতাকার নীচে নেচে মহান


চ্যালেঞ্জের মুখে সার্বভৌমত্ব-
প্রাণের টানে স্বতঃস্ফুর্ত
কর্তব্যের ইঁদুর অঙ্গীকার