সম্পর্ক
-------------------------------
সম্পর্ক কথাটির ব্যাপকতায় শত্রু পর্যন্ত পৌছে যাচ্ছি


নিজের ভেতরে অপরাধবোধ না থাকলে যেমন       
  সন্দেহ করা কঠিন হয়ে পড়ে


সেভাবেই ন্যায্য মূল্যের নামকরণ


তা সে সৎমায়ের মতো ভাতের বদলে যদি কচু সেদ্ধও  খাওয়াই
তাতে  অসৎ ইচ্ছে প্রকট হয় না
কেননা সৎ কথাটির অর্থই হল 'অসৎ নয়'


খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি যে
কেউ কেউ লেডিজ বাথরুমে ঢুকে জেন্স প্রস্রাবে বেশ উৎফুল্ল


আমি তখনও পর্যন্ত অপুষ্টি আর  অনাহার মৃত্যুর পার্থক্য বুঝিনি


উল্টোদিকে বাঘের থাবায় কাঠপিঁপড়ের বাসা
এবং তাতে আমিও শোকজ পত্র পাচ্ছি


গাঢ় অন্ধকারের মধ্যে একটি টর্চ লাইট হাতরাতে গিয়ে
       হাতে পেলাম নিজ নামাঙ্কিত একটি আই কার্ড


ঠিক  যেভাবে অশান্ত স্থানেই শান্তির বাণী কার্যকরী হয়
               সেভাবেই সাহস পেলাম


আজ অনেক কথা বলার জন্য প্রস্তুত ছিলাম
কিন্তু সম্পর্কের টানাপোড়েনে
           চোখ ও মুখকে শাসন করতেই হচ্ছে


কেননা ভয়ের কারণেই শান্তি টিকে থাকে চিরন্তন


তবুও কেন মনে হচ্ছে না যে
         মানুষের হিতার্থেই আইনের ধারাগুলো জ্যান্ত
--------------------------------
রণজিৎ পাণ্ডে