সাত তলার উপর থেকে কেউ তাদের লক্ষ্য করলে
নীচের মানুষগুলো বুঝতেই পারে না


কে কত বড়, তার নিয়ে যখন বড়াই চলে
আমি মুখ টিপে হাসতে থাকি


প্রথমটা দেখতে পাই-
পা ছাড়াই কেউ হাঁটছে
তারপর বুক পর্যন্ত উধাও
কী কাণ্ড! এবার শুধুমাত্র কাটা মুণ্ডু, অথচ হেঁটে চলেছে


আমি অবাক হয়ে দেখে যাচ্ছি
হাঁটতে হাঁটতে মানুষগুলো কীভাবে মিলিয়ে যাচ্ছে


হঠাৎ আট তলা থেকে একটা বিড়াল
কার্নিস ঘেঁষে পড়ে গেল
অঙ্ক কষে দেখলাম, বিড়ালের রং গাঢ় নীল


পরিস্থিতি সামলানো জরুরি ভেবে
নীচে নেমে দেখলাম
নায়কের চেয়ে খলনায়কের মেজাজটা বেশ জম্পেশ


কখন যে বুকে হাত রেখে আকাশের দিকে তাকিয়েছি-
দেখলাম, রমজানের প্রথম চাঁদ
ঠিক যেন আদ্যাশক্তির খাঁড়া