#  স্নায়ুর  চাপ #
------------------------------------------
রোজগারের প্রসঙ্গ উঠলেই বাজার করার ব্যাগটা  আমি লুকিয়ে ফেলি
      কেননা   ভেতরের সাধু সন্তরাও তখন বাচাল হয়ে ওঠে


সামনেই শারদীয়া উৎসব
বাড়ির পুজো থেকে বারোয়ারি চাঁদা,
সঙ্গে পোশাক-আশাক কেনাকাটা , প্রসাধনী ,  বিশাল খরচ


স্নায়ুর চাপ হালকা করতে, হাতলওয়ালা চেয়ার খুঁজি


আমি জানালা বন্ধ রাখতে একদম পছন্দ করি না


তাই, কেউ একবার কিছু বললেই ঠিক সেটা  ধরে নিতে পারি হুবহু 


আমার মেয়ের বোধশক্তি এতো তুখোড় যে
               তার কাছে কোনো চাতুরিই খাটে না


তবুও  মানসিক অবস্থাটা সামাল দিয়ে ওঠার আগে
মনখারাপের দমকা হাওয়ায় যখন বৃষ্টি নেমে আসে
                    তখন আমাকে গর্বিতই করে
------------------‐-----------------------