যে হৃদয়ে পাপের বসত
সে হৃদয়েই ঈশ্বর।

যে হৃদয়ে ঘৃনার সৃষ্টি
সে হৃদয়ই প্রেম সাগর ।

জোয়ার ভাটার অদ্ভুত খেলায়
হার জিত বেলা ওবেলায়
তাতেই নশ্বর-অবিনশ্বর।।