ভাগ্যবানে ডাকে ভালবেসে
স্বার্থপর স্বার্থের বশে
অভাগারা ডাকে তোমায়
যখন দেখে, বিপদ আসে।


দাম্ভিকেরা আছে আবার
অবিশ্বাসের ভাবাবেশে।
হতভাগাদের কাটছে সময়
বিশ্বাস-অবিশ্বাসের দুলায় ভেসে।


নিকৃষ্টরা আছে মেতে
লোভ আর লালসাতে
বেশ-ভুষাতে, তোমারই বান্দা
অন্তরেতে, লবডঙ্গা
ধর্ম ব্যবসাই আসল ধান্দা।


অন্তরালে বসে তুমি, দেখছ নিশ্চয় সব’ই
যেমন কর্ম, তেমন ফল পাবে’ই।