নীরব চোখ জানালার ধারে রেখে,
এলো-মেলো চিন্তা আসে আর যায়;
স্কুলের মেয়েরা বাড়ি ফিরছে দেখে,
হঠাৎ নিজের কথা মনে পড়ে যায়।


তখন থেকেই মেঘ জমেছে বুকে-
কান্না জমেছে আমার আকাশ জুড়ে ;
বহু দিন পর ডায়েরির পাতা শুঁকে
ডুব দিয়েছি স্মৃতির সমুদ্দুরে।


ফেলে আসা টুকরো কিছু স্মৃতি,
ফেলে আসা অনেক চেনা গান;
ময়লা মাখা,কিছুটা ধুলোয় মোড়া-
জমে থাকা অকারণ অভিমান।


মনে পড়ে,"এসেম্বলি লাইন"এ
ফিসফিস করে ইশারায় কথা বলা;
অথবা library র নামে বেড়িয়ে
ধরাধরি আর লুকোচুরি খেলা।


সারাটা বছর ইংরাজি,বিজ্ঞানে-
ধুলো জমে;আলমারিতে তোলা থাক,
পরীক্ষার দিন ভয় মাখানো চোখ-
শুকনো ঠোঁটে শুধু "বেস্ট অফ লাক"।


ডায়রির পাতা উল্টোতে উল্টোতে
আঙ্গুল এসে থামে শেষ পাতায়,
ডেট-১৪ই ডিসেম্বর,দুই সহস্র নয়-
অশ্রু জড়ানো তার প্রতিটি কথায়।


সেদিন ছিল বিদায় নেওয়ার পালা
অনেক হাজার স্মৃতির ভিড় ঠেলে,
এখনও যদি হারানো দিন গুলো
ফিরে চাইলে আগের মত মেলে!


আজও আমার ঘরের দেওয়াল জুড়ে
সেই বাঁধানো ছবি টাঙানো আছে;
আজও আছে সেই স্মৃতি গুলো
কেবল সেই মানুষরা নেই কাছে।


হারিয়েছে সেই সোনার খাঁচার দিন
কালের খেয়ালে ভুলেগেছে অনেকেই,
"পাশে থাকব সারাজীবন" সেই ঋণ
মেটান হয়নি;কথা রয়েছে কথা হয়েই।


সবাই আজ হয়তো ভীষণ ব্যস্ত,
চলে গেছে ছেড়ে অনেক দুরে,
তবুও আমার মনের কোনো কোণে-
থাকবে তারা রঙিন ফ্রেম জুড়ে।