দক্ষিণ খোলা জানালায়
                        তার সুরের দোলা লাগে,
হাওয়ায় খুলেছে চুলের বাঁধন,
                        হয়েতো অনেক আগে-
পূব আকাশের মেঘের মতো
                        জল থৈথৈ মন;
শুকনো ঠোঁটের কান্নাহাসি তে
                        জমানো ঘরের কোণ।
ঝড়ের বেগে স্বপ্ন ছোটে
                        মত্ত প্রাণের খেলায়,
ঢেউ তুলেছে বুকের ভিতর
                        রঙিন ধনুর মেলায়।
আজকে মনের জানলা দিয়ে
                        কে দিয়ে যায় উঁকি!
মেঘ কেটেছে আকাশ জুড়ে
                        রঙিন আঁকিবুকি।
কিন্তু যেজন দেয়না ধরা
                        অচেনা সুতোর টানে,
তাকেই আমি হাতড়ে বেড়াই
                        অন্য কোনোখানে।
ধূসর আলোর আব্ছায়াতে,
                        কেউ দেখেনি তারে,
ব্যাকুল মনের ঝর্ণাধারায়ে-
                        মহাসাগরের পারে।
দখিনা বাতাস ছুঁয়ে গেছে চোখ
                        দূর দিগন্ত পানে,
"আমি তারেই জানি তারেই জানি
                        আমায় যে জন আপন জানে"।


কবিগুরু রবীন্দ্রনাথ কে উৎসর্গ  করে।