ইচ্ছা-


ইচ্ছা ছিল
           আকাশের গায়ে রং মাখাব-
                      মাখবো নিজের প্রাণে,
           হাওয়ার তুফান তুলে দেব
                      অচেনা তুলির টানে।
ইচ্ছা ছিল
           ঢেউ-এর সাথে করব খেলা
                      শুকনো বালুচরে,
           নদীর বুকে পাল উড়াব
                      থাকবো বালির ঘরে।
ইচ্ছা ছিল
           রাতের কোলে মাথা রেখে
                      শুনবো রূপ কথা,
           বৃষ্টি জলের নাচন দেখে,
                      মেটাব ব্যাকুলতা।


ইচ্ছের অপমৃত্যু-


   কিন্তু সবাই পায়না আকাশ-
          পায়না কালো রাত,
   স্মৃতির পাতায় দেয়না উঁকি-
          কারোর চেনা হাত।
    ফ্রেম-এ ভরা জীবন ছবি-
          ধূসর রঙে আঁকি,
    হিসেব গুলো জমতে থাকে
          আমিও একলা থাকি।
    জলের স্রোতে কমতে থাকে-
          গোপন চাওয়া পাওয়া,
    ইচ্ছা নিয়েই জন্ম আমার
          ইচ্ছা নিয়েই যাওয়া।