বৈশাখী দুপুরে কালবৈশাখীর ঝড়ে,
আজ বাঙালি মেতেছে নতুনের উত্সবে ।
ধুপধুনোর গন্ধে আজ নববর্ষের প্রথম আলো ফুটেছে ।
লাল পাড় সাদা শাড়ির মেলা রাস্তা জুড়ে,
ঘর ঘর আজ নব নীলিমায় সজ্জিত;
ফুলের স্নিগ্ধ গন্ধ ছড়িয়েছে বাগান পেরিয়ে,
ঘরের চৌকাঠ ছাড়িয়ে,রঙিন আকাশে ।
নিত্য দিনের জীর্ণতা,সংকীর্ণতা কে পেছনে ফেলে,
আজ শুধু এগিয়ে চলা নতুন দিশায় ।
আজ পুরাতন কে বিদায় জানানোর পালা ।
নতুন বছরের আলো স্পর্শ করুক সবাই কে-
সবার জন্য হয়ে উঠুক এক মুঠো মুক্তির বাতাস ।


শুভ নববর্ষ।