ঐ তো তোমার জলে ভেজা
                 কাজল নয়নখানি,
ভাসিয়ে নিয়ে গেছে বহুদূর
                 দিয়েছে হাতছানি।
শিশির ভেজা ঘাসের গায়ে
             তোমার পালক স্পর্শ;
পেরিয়ে এসেছি অজস্র পথ,
               অনেক আলোকবর্ষ।
আকাশ জুড়ে ওড়না ওড়ে
             চুল তার এলোমেলো,
মুহূর্তরা টুকরোয় ভেঙ্গে
              হাতের মুঠোয় এলো।
স্মৃতির উপর পাতার স্তুপে
                 মনের রেলিং ভারী,
শরীর পাঠায় হাজার চিঠি
               মেঘ-পিওনের বাড়ি।    
বুকের ভিতর সুখের হাসি
                  মনের গভীরে ঝড়,
হয়েতো তুমি আসবে বলেই
                কেঁপেছে গলার স্বর।
জানি, তুমি ফিরবে আবার
               আসবে আমার কাছে,
হয়ত কোনো শীতের দুপুর
                 কিংবা শ্রাবণ মাসে।
আমার হাত ধরবে আবার
                   সময় যাবে থেমে
মনের জানালা খুলে দাও
                রাত্রি আসুক নেমে।।