কতবার "আলো ছায়া"-তে তোমার ছবি এঁকেছি,
কখনো সাধারণ বাড়ির গৃহিনী, কখনো বা দাপুটে মেয়ে-
কখনো নিজেই বলেছ, "আমি রাইকিশোরী"।
তুমি নানা ভাবে ধরা দিয়েছ আমাদের হৃদয়ের "জল ছবি"তে।
তোমার হাত ধরে আমরা ঘুরে এসেছি  "রঙিন পৃথিবী",
"হেমন্তের পাখি"র গান শুনিয়েছ, সে কি "অলীক সুখ"!


জীবনের দ্বন্দ্বে , ঘাত প্রতিঘাতে "ছেড়া তার" গুলো জুড়তে চেয়েছ
বহুবার; কিছু নিজের জীবনে, কিছুটা হয়েতো "পরবাস"-এ।
"উড়ো মেঘ"-এর সাথে ভেসে এসেছে তোমার হাসি কান্না,
শুধু অস্পষ্ট জলের কিছু রেখা রেখে গেছে "কাঁচের দেওয়াল" জুড়ে।


সেই তুমি আমাদের "কাছের মানুষ",সত্যি কি দূরে গেলে তবে?
আজ তুমি নেই,তবু মিতিন মাসি,ঝিনুক,তন্নিষ্ঠা রয়ে যাবে
আমাদের মাঝে আমাদেরই এক জন হয়ে...
তাদের "পালাবার পথ নেই"।


বিঃদ্র : প্রয়াত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য কে শ্রদ্ধাঞ্জলী দেওয়ার চেষ্টা করলাম। অনেকটা গঙ্গাজলে গঙ্গাপুজোর মতো করে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন পাঠকবৃন্দ!