পরিত্যক্ত আবর্জনায়
যে অবহেলায় রয়েছে পড়ে,
সাহারা দিও তাঁরে, হৃদয় মন
থেকে তাঁর পরিচর্যা করো;
তাঁর উত্থানে হস্ত প্রসারিত করো
যাতে ওর শ্রী বৃদ্ধি হয়।
ওঁর শ্রী তোমার শ্রীকে আচ্ছাদন
করিয়া রাখিবে, যাতে তোমার শ্রী
শেষ না হয়।
তোমার তপ্ত হৃদয়ে ওঁর শীতল
পরশ বহিলে তুমি শান্তি পাবে মনে।
শুধু কি তাই!
তোমার আগামী প্রজন্ম রক্ষা পাইবে
ওঁর থেকে।
অবহেলা করো না!
পাখির পায়ুতে জন্ম হয়েছে বলে,
তাঁরে নিয়ে উপহাস করো না,অন্যে
তোমায় দেখে উপহাস করবে সে যখন
তোমার চাইতে অনেক বড়ো হবে।
তুমি তাঁকে অবজ্ঞা করতেই পারো,
অনেকে আছে তাঁরে সন্তান স্নেহে
পালন করবে নিঃস্বার্থে।
তুমিও ওঁদের মতো হওয়ার চেষ্টা করো
চিরদিন তোমায় পৃথিবী মনে রাখবে।
অন্যথায়...............
                          রঞ্জন গিরি।